সনাতন হিন্দু ধর্মের মূল নীতি ও আদর্শ :

১) সমাজ সেবা করা।
২) জ্ঞান বিজ্ঞানের চর্চা করা।
৩) অর্থ উপার্জন করা।
৪) সংসার ধর্ম পালন করা।
৫) প্রয়োজনে সংসার ত্যাগ করা। ৬) শিল্প ও সংস্কৃতির চর্চা করা।
৭) পরিবেশ ও প্রাণী সংরক্ষণ করা।
৮) দান ধ্যান পূজা করা।
৯) তীর্থ ভ্রমণ,ধর্ম গ্রন্থ পাঠ, যোগাভ্যাস করা।
১০) মাত্র বজায় রেখে জীবনটাকে উপভোগ করা।
১১) প্রয়োজনে কিছু জিনিষ ত্যাগ করতে শেখায়।
১২) কাম ক্রোধ লোভ মোহ নেশা ঈর্ষা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতে শেখা।
১৩) প্রেম ভক্তি অহিংসার চর্চা করা।
১৪) প্রয়োজনে শত্রুকে দমন করার জন্য হিংসার আশ্রয় নেওয়া।
১৫) কীর্তন যজ্ঞ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া।
১৬) ব্রত উপবাস মানসিক বলিদান শ্রাদ্ধ উপনয়ন দীক্ষা – এগুলো প্রযোজন বুঝে ব্যবহার করা।
১৭) সততা ন্যায় নিষ্ঠা কর্তব্য পরায়নতা বীরত্ব।
১৮) নিজেকে ভালোবাসা।
১৯) প্রতিটি মানুষ ভগবানের সরুপ। তাই মানুষকে ভালোবাসা।
২০) দেশটাকে নিজের মনে করে, নিজের থেকে বেশি ভালোবাসা।

Leave A Comment