আপনার কাছে যে অসীম শক্তি আছে সেটা আপনি নিজেই প্রমাণ করতে পারবেন নিষ্ঠার সঙ্গে কাজ করে।
আজ আবার জেলা পরিষদ অফিস visit করলাম। প্রথমে Mr. Swarup Kumar Dutta মহাশয়ের সঙ্গে দেখা করে লোকনাথ স্টেশন থেকে দশঘড়া প্রযন্ত রাস্তা টা ঠিক করা নিয়ে 05th May 2025 যে চিঠি টা দিয়ে ছিলাম তার সমন্ধে জানতে, কবে থেকে কাজ শুরু হবে। উনি আমায় ফাইল নম্বর ৫৯/৭৬ দিয়ে District Engineer এর সঙ্গে দেখা করতে বললেন। আমি Mr. Ramacharan Choudhury (District Engineer Hooghly Zela Parishad) মহাশযের কথা বলে যা বুঝালাম, কাজ টা প্রায়োরিটি তে রাখা আছে। রাজ্য থেকে ফান্ড এলেই কাজ শুরু হবে। কবে ফান্ড আসবে উনি বলতে পারবেন না।
একজন সাধারণ নাগরিক হিসাবে আমার একটা প্রশ্ন আছে। আমরা যখন সমস্ত টেক্স সময় সময় পেমেন্ট করে দিই। পরিসেবা টা পাবো না কেনো? না! পরিষেবার কথা বলা যাবে না! তাহলেই গুন্ডা বাহানী দিয়ে ধোলাই করা হবে। যেমন করে ভোট করানো হয়।
আমার সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ঈশ্বর আমায় চারবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে দিয়েছে। জানিনা উনি কেনো আমাকে বার বার ফিরিয়ে নিয়ে এলেন। তবে যখন বারবার উনি ফিরিয়ে এনেছেন মানে কিছু ভালো কাজ করাতে চান। সেই সংকল্প মাথায় রেখেই, কাজের ফাঁকে অবিরাম বৃষ্টি কে উপেক্ষা করে আজ 18 June 25 আবার জেলা পরিষদ অফিসে হাজির হয়ে ছিলাম। এই রাস্তার কাজ শুরু না হওয়া প্রযন্ত আমার এই লড়াই জারী থাকবে।
ধন্যবাদ!
You alone can prove the immense strength you possess—through dedicated and honest work.
Today, I once again visited the District Zela Parishad Office. I first met with Mr. Swarup Kumar Dutta to follow up on the letter I submitted on May 5th, 2025, regarding the repair of the road from Loknath Station to Dashghara. He provided me with File Number 59/76 and advised me to speak with the District Engineer.
I then met Mr. Ramacharan Choudhury, District Engineer, Hooghly Zilla Parishad. From our discussion, I gathered that the roadwork has been marked as a priority project. The work will begin as soon as the state government releases the necessary funds. However, he was unable to provide a clear timeline for when the funds would arrive.
As a common citizen, I have just one question:
When we pay all our taxes on time, why are we denied basic services in return? Or are we not even allowed to raise such concerns? Because if we do, we might be silenced—the same way goons are used to influence votes.
While serving in the Indian Army, I survived death four times by the grace of God. I do not know why He kept sending me back, but I believe it must be for a greater purpose. With that conviction in my heart, and despite relentless rain, I once again stood today—June 18th, 2025—at the Zela Parishad Office, determined to fight until the roadwork truly begins.
This fight will continue—until justice is served.
Thank you.