গোয়ায় অনুষ্ঠিত “সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব ২০২৫”
১৭ থেকে ১৯ মে, ২০২৫ পর্যন্ত গোয়া ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠ, ফার্মাগুড়ি, পন্ডাতে অনুষ্ঠিত হয় এই মহোৎসব। এটি সনাতন সংস্থার প্রতিষ্ঠাতা সচ্চিদানন্দ পরব্রহ্ম (ডঃ) জয়ন্ত বালাজি আটাওলেজির ৮৩তম জন্মজয়ন্তী ও সংস্থার রজত জয়ন্তী
উদযাপন উপলক্ষে আয়োজিত হয়।
মূল উদ্দেশ্য ও দিকনির্দেশনা:
সনাতন ধর্মের মূল্যবোধের প্রচার ও রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ।
উপস্থিতি:
ভারতের বিভিন্ন রাজ্য ও ২৩টি দেশ থেকে আগত প্রায় ২৫,০০০ ধর্মপ্রাণ ভক্ত, সাধু, মহন্ত ও বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান আকর্ষণ:
- চতুর্দিক থেকে আগত সাধু-সন্তদের উপস্থিতিতে ধর্মীয় আলোচনাসভা।
- ছত্রপতি শিবাজি মহারাজের যুগের প্রাচীন অস্ত্রের প্রদর্শনী।
- ১৫ জন পুজ্য সাধুর পবিত্র চরণ পদুকা দর্শন।
- প্রাচীন সোমনাথ জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি দর্শন।
- ‘হিন্দু রাষ্ট্র রত্ন’ ও ‘সনাতন ধর্মশ্রী’ পুরস্কার বিতরণ।
- মহাধন্বন্তরী যজ্ঞ ও শ্রী রামের নামে ২৫,০০০ জনের সমবেত জপ যজ্ঞ।
- ‘যুদ্ধায় কৃতনিশ্চয়’ নাট্যাভিনয়।
বিশিষ্ট অতিথি:
গোয়ার মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত, ধর্মীয় গুরু এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
মন্থনইন্ডিয়ার ভূমিকা:
ধর্মীয় ও সামাজিক চেতনার মঞ্চ হিসাবে মন্থনইন্ডিয়া এই মহোৎসবে সক্রিয় অংশগ্রহণ করে। তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরম পূজ্য শ্রী শম্ভু গাওয়ারে মহাশয় মন্থনইন্ডিয়া কে আমন্ত্রণ জানান। শ্রী শম্ভু গাওয়ারে মহাশয়ে কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
Sanatan Rashtra Shankhnad Mahotsav 2025 – Goa
Held from May 17 to 19, 2025, at Goa Engineering College Grounds, Farmagudi, Ponda, this grand event marked the 83rd birth anniversary of Sanatan Sanstha’s founder, Sachchidananda Parabrahman (Dr) Jayant Balaji Athavale, and the silver jubilee of the organization.
Objective:
To promote the eternal values of Sanatan Dharma and progress toward establishing Ramrajya — a dharma-centric governance system.
Presence:
Over 25,000 devout individuals including saints, spiritual leaders, and dignitaries from across India and 23 countries, with 5,000+ participants from Goa alone.
Key Highlights:
- Spiritual discourses by revered saints including Sadguru Brahmeshanand Acharya Swami.
- Exhibition of ancient weapons from the era of Chhatrapati Shivaji Maharaj.
- Sacred Charan Paduka Darshan of 15 revered saints.
- Representation of the ancient Somnath Jyotirlinga for darshan.
- Presentation of Hindu Rashtra Ratna and Sanatan Dharma Shree awards for exceptional service to Dharma.
- Mahadhanvantari Yajna for health and a collective Jap Yajna with 25,000 chanting Shri Ram’s name.
- A cultural stage play titled “Yuddhaya Krita Nishchaya” based on Dharma Yudh.
Dignitaries Present:
Chief Minister of Goa Dr. Pramod Sawant, along with religious leaders and political representatives.
ManthanIndia’s Contribution:
As a platform for religious and social consciousness, ManthanIndia actively participated in this grand festival. In recognition of their significant contribution, the revered Shri Shambhu Gaware Ji extended a heartfelt invitation to ManthanIndia. We express our sincere gratitude and respect to Shri Shambhu Gaware Ji for his gracious gesture.